6 thoughts on “Skrill একাউন্ট কিভাবে তৈরি করবেন এবং 100% ভেরিফিকেশন করবেন।”

    • স্ক্রিল থেকে বিকাশ বা রকেটে সরাসরি টাকা নেওয়া যায় না।
      তবে স্ক্রিল এর ডলার আপনি সরাসরি বাংলাদেশের যে কোন ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন।
      আবার আপনি চাইলে স্ক্রিল এর ডলার বিক্রি ও করতে পারেন।
      স্ক্রিল ডলার ক্রয় বিক্রয়ের অনেক ট্রাস্টেড মাধ্যম রয়েছে বাংলাদেশে।
      উল্লেক্ষঃ এখানে ওই সব ব্যাংকের কথা বলা হয়েছে সে সব ব্যাংক অনলাইন ব্যাংকিং এর আওতাধীন।
      আর বাংলাদেশে বর্তমানে প্রায় সকল ব্যাংকই অনলাইন ব্যাংকিং এর আওতাধীন।
      …….ধন্যবাদ।

      Reply
      • skrill app ইনস্টল করে রেজিষ্ট্রেশন করেছি, কিন্তু তারপর আর কিছু পূরণ করার বক্স আসছে না, যেমনটা এখানে ছবিতে দেখা যাচ্ছে। খুব সাধারণভাবে একাউন্ট তৈরি হয়েছে ডিপোজিট, সেন্ড,উইদ ড্র অপশনগুলো সহ।কিন্তু ডিপোজিট অপশনতে ক্রেডিট কার্ড দিয়ে উপরোক্ত ছবির মতো blank spaces পূরণ করতে হয় কিন্তু সেখানে নাম ও ঠিকানা লাতিন ভাষায় পূরণ করতে হবে।
        আমি বুঝতে পারছি না আদৌ আমার একাউন্ট তৈরি হয়েছে নাকি একাউন্টস তৈরির নিয়ম পাল্টে গেছে?

        Reply

Leave a Comment

error: Content is protected !!