About

WeBangla একটি অনলাইন উপার্জন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সাইট।

সাল ২০০৯, হঠাৎ নিজেকে আবিষ্কার করি একজন প্রযুক্তি প্রেমী হিসেবে। অবসর সময় পেলেই ইন্টারনেট জগতে প্রবেশ করে আর্টিকেল পড়তে বসে যাওয়া আমার নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়ি অনলাইন উপার্জনের সাথে। তবে তা পেশার খাতিরে নয় সেটা একান্তই সখ ‍আর নেশা থেকে।

মূলত অনলাইনে উপার্জনের উপর বাংলা ভাষায় ব্লগ বা ওয়েবসাইটের অপূর্ণতা এবং পরিপূর্ণ গাইডলাইন এর উদ্দেশ্য থেকেই WeBangla এর সৃষ্টি হয়েছে। এখানে অনলাইনে উপার্জনের কোন প্রকার স্ক্যাম সাইট নিয়ে আলোচনা করা হয় না। অর্থাৎ WeBangla তে যে আর্টিকেলগুলো পাবেন তা শতভাগ ভেরিফাইড।

প্রিয় পাঠক

WeBangla তে সর্বদা প্রাসঙ্গিক এবং মানসম্মত আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। এখানে কোন প্রকার এডাল্ট কনটেন্ট, আপত্তিকর ভাষা, বা সামাজিক পরিপন্থী এবং অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে আলোচনা করা হয় না। সুতরাং WeBangla এর প্রত্যেকটি কনটেন্ট ফ্যামিলি সেফ। এখানে কোনোভাবে এবং কোনো অবস্থাতেই পাঠকদের তথ্য সংগ্রহ করা হয় না, এমনকি কোন প্রকার কুকিজ ও ব্যবহার করা হয় না।

WeBangla facebook page

অনলাইনে উপার্জনের শর্টকাট পদ্ধতি অনুসরণ না করে, তা ক্যারিয়ার হিসাবে গ্রহন করুন। এবং অনলাইনে উপার্জনের যে কোন সমস্যা বা নতুন কিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

error: Content is protected !!