বাংলা টাইপিং টেস্ট বা টাইপিং স্পিড টেস্ট করার সেরা কিছু সফটওয়্যার।

বাংলা টাইপিং টেস্ট বা বাংলা টাইপিং টেস্ট সফটওয়্যার বা টাইপিং স্পিড টেস্ট যেটাই বলেন এক কথায় বিজয় দিয়ে বাংলা লেখার ক্ষেত্রে আমাদের টাইপিং স্পিডটা জানাটা খুুব বেশি প্রয়োজন হয়ে পড়ে।

যে কোন টাইপিং এর দোকানে বা চাকরিতে যে কোন যায়গায় চাকরির জন্য নূন্যতম একটি টাইপিং স্পিড এর প্রয়োজন। কেননা, বাংলাদেশের কথায় বলা যাক, এখানে যে কোন প্রকার কম্পিউটার অপারেটর চাকরির জন্য ইংরেজিতে এবং বাংলায় কমপক্ষে যথাক্রমে মিনিটে ২৫ এবং ২০ ওয়ার্ডের প্রয়োজন হয়।

আর আগে থেকেই নিজে এই প্রাক্টিস না করতে পারলে কোন পরীক্ষায় গিয়ে ভালো ফলাফল নিয়ে আসা সম্ভব নয়।

আজ আমি আপনাদের সাথে এমন কিছ ওয়েব অ্যাপলিকেশন এর পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা খুব সহজেই আপনাদের বাংলা টাইপিং টেস্ট বা প্রক্টিস এর মাধ্যমে টাইপ স্পিড টেস্ট করতে পারেন।

বাংলা টাইপিং টেস্ট সফটওয়্যার বা কয়েকটি ব্রাউজার বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো –

  1. 10fastfingers
  2. Fast-typing
  3. Bengali.indiatyping
  4. Unicodeconverter
  5. Free-online-writing

বাংলা টাইপিং টেস্ট সফটওয়্যার সমুহ

1. 10fastfingers

প্রথমেই আমি যে ওয়েব অ্যাপলিকেশটির নাম বলবো সেটা হলো 10fastfingers। বাংলা টাইপিং টেস্ট এর জন্য এটি আমার পছন্দের তালিকায় সবার উপরে থাকার কারন হলো এর ইউজার ইন্টাফেস।

এখানে আপনি যেসব সুবিধা গুলো পাবেন –

  • 10fastfingers এর আপনি বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি এবং আরো ৫৪ টি ভাষার টাইপিং স্পিড টেস্ট করতে পারবেন।
  • এখানে ১ মিনিট এর স্টপ ওয়াচ টাইমিং রয়েছে। যেখানে আপনি টাইপ শুরু করা মাত্র আপনার ১ মিনিট সময় কাউন্ট হওয়া শুরু করবে।
  • বর্তমানে বাংলা টাইপিং টেস্ট এ কারা টপ র‌্যাংকিং এ রয়েছে তাদের ও দেখতে পারবেন।
  • টাইপিং টেস্ট এর ঠিক নিচে লোকাল লিডারবোর্ড সহ গ্লোবাল লিডােরবোর্ড এর র‌্যাংকিং দেখতে পাবেন।
  • Text Practice Mode এর সাহায্যে আপনি অনেক বড় পেজ টাইপ আনলিমিটেড সময় নিয়েও করতে পারবেন।
  • এছাড়া এখানে Typing Test (advanced), Custom Typing Test, Multiplayer Typing Test সহ আরো অনেক উন্নত মানের টাইপিং টেস্ট ফিচার রয়েছে।

2. Fast-typing – বাংলা টাইপিং টেস্ট

বাংলা টাইপিং টেস্ট এ Fast-typing রয়েছে আমার পছন্দের দ্বিতীয় অবস্থানে। এখানে ও আপনি অনেক সহজ একটি ইন্টারফেস পাবেন। যেখানে আপনি খুব সহজেই ১ মিনিট এবং ৩, ৫, ১০, ১৫, ২০ মিনিট সময় এর মাধ্যমে আপনার টাইপিং স্পিড টেস্ট করতে পারবেন।

Fast-typing এর ফিচার সমুহ –

  • এখানে আপনি বাংলা সহ হিন্দি, গুজরাটি, কান্নাদা, মালায়াম, মারাঠি, পান্জাবী, সংস্কৃতি, তামিল, তেলেগু সহ আন্তর্জাতিক আরো ৫০ টির ও বেশি ভাষায় আপনার টাইপিং স্পিড টেস্ট করতে পারবেন।
  • এখানে আপনি নিজের পছন্দ মতো সময় নির্ধারন করতে পারবেন।
  • Fast-typing এর ফলাফলে Time থেকে শুরু করে WPM এবং Accuracy সবকিছু দেখতে পারবেন।

3. Bengali.indiatyping

Bengali.indiatyping রয়েছে আমার পছন্দের তৃতীয় অবস্থানে। এখানে আপনি প্রবেশ করার পর প্রথমেই আপনার নাম, কত মিনিট এর টেস্ট দিবেন এবং কত ওয়ার্ড এর প্যাসেজ লিখে টেস্ট দিবেন সেটা নির্ধারন করতে হবে। অতপর Start Typing এ ক্লিক করতে হবে।

Bengali.indiatyping এর ফিচার সমূহ –

  • এই ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি বাংলা ভয়েস টাইপ করতে পারবেন।
  • এখানে আপনি বাংলা বিভিন্ন কীবোর্ড লেআউট সম্পর্কে ধারনা নিতে পারেন।
  • এখনে আপনি আপনার টাইপিং স্পিড এর GWPM, NWPM, Accuracy ফলাফল দেখতে পাবেন।

4. Unicodeconverter – বাংলা টাইপিং টেস্ট

বাংলা টাইপিং টেস্ট এ Unicodeconverter রয়েছে আমার পছন্দের চতুর্থ অবস্থানে। এখানে ও আপনি বরাবরের মতো বাংলাতে আপনার টাইপিং স্পিড টেস্ট করতে পারবেন।

Unicodeconverter এ আপনি চাইলে আলাদা আলাদ ভাবে বিজয় টাইপিং, অভ্র টাইপিং সহ Fast-typing এর ন্যায় হিন্দি, গুজরাটি থেকে শুরু করে সংস্কৃতি, তামিল, তেলেগু সহ সকল ভাষায় আপনার টাইপিং স্পিড টেস্ট করতে পারবেন।

Unicodeconverter এর ফিচার সমূহ –

  • Unicodeconverter এ কমপক্ষে ৩ মিনিট এর টাইপিং টেস্ট দিতে হয়। এখানে ১ মিনিট এর কোন অপশন নেই।
  • এখানে আপনি ফলাফলে টাইমিং , WPM এবং Accuracy দেখতে পারবেন।
  • এখানে আপনি বিজয় এবং অভ্র এর জন্য আলাদা টাইপিং অপশন পাবেন।
  • Unicodeconverter ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি ভয়েস টু টেক্সট এর মতো সুবিধা ও পাবেন।

5. Free-online-writing

বাংলা টাইপিং টেস্ট বা প্রাক্টিস করার জন্য আরো একটি জনপ্রিয় ব্রাউজার অ্যাপ্লিকেশন হলো Free-online-writing। এর ইন্টারফেস অনেকটা 10fastfingers সাইটের মতোন।

তবে 10fastfingers এর মতো এতে খুব বেশি ফিচার নেই। এখানে কেবল আপনি আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করেই প্রাক্টিস করা শুরু করে দিতে পারবেন।

বিশেষ দ্রষ্টাব্যঃ

অনলাইনে ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা টাইপিং টেস্ট করার জন্য অনেক গুলো সফটওয়্যার রয়েছে। তার মধ্য থেকে এখানে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হয়েছে।

=শেষ কথা=

আপনি যদি বাংলা টাইপিং এর উপর আমাদের প্রথম আর্টিকেলটি না পড়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনাকে আর্টিকেলটি পড়ার জন্য তাহলে আপনি খুব সহজেই বাংলা টাইপিং টেস্ট এ দক্ষতা অর্জন করতে পারবেন।

উপরে বাংলা টাইপিং টেস্ট এর যে কয়টি সাইটের কথা আলোচনা করা হয়েছে তার সবগুলোই অনলাইন ব্রাউজার অ্যাপ্লিকেশন। এখানে আপনি কোন প্রকার সফটওয়্যার ইনস্টল করা ছাড়া খুব সহজেই শুধু মাত্র ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে অনলাইনে বাংলা টাইপিং প্রাক্টিস করতে পারবেন।

Share this

Leave a Comment

error: Content is protected !!